খুঁজুন
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র, ১৪৩১

চাঁদপুর সরকারি মহিলা কলেজে শিক্ষাবৃত্তি প্রদান

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
চাঁদপুর সরকারি মহিলা কলেজে শিক্ষাবৃত্তি প্রদান

বৃহস্পতিবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা এবং অনার্স ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডাঃ মোবারক হোসেন চৌধুরী, ডাঃ এস এম সহিদ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক, অভিভাবক, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, নারীশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্য বৃত্তি প্রদানকারী পরিবারকে ধন্যবাদ জানাই। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্থুত করে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

প্রধান অতিথি মার্কিন প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান বলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষত জাতি দিব- নেপোলিয়ান বোনাপার্ট। আমি এজন্য বৃত্তি দেওয়ার জন্য এই নারী শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি। আমি বিশ্বাস করি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সামনে আরো সাফল্য অর্জন করবে।

“মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি” প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো- হুমায়রা, নওশিন জাহান, তাহিয়াত নূরেন, মাহমুদা আক্তার সূবর্ণা, আয়েশা আক্তার নূপুর, জাকা কাসাস, সামিয়া বিনতে নাসির, নাহিদা আক্তার, ফাহমিদা আক্তার নিমু। মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো- জান্নাতুল নাঈম তাবাস্সুম, সারা আকবর, সানজানা মুনতাহা মম, সাহারা আক্তার, সামসুন নাহার অথৈ, লামিয়া ইসলাম, খাদিজা আক্তার, ইলমা আক্তার ইভা, কানিজ ফাতেমা মিম। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো- রুপা দাস, জাহারা জেরিন, ইমা আক্তার, অপি ঘোষ, ইসরাত জাহান, তাহসিন,পূর্ণা মজুমদার,ওয়াছিফা জাহিদ, নিপা রানী রায়।

‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা হলো- সুপ্তি দেবনাথ, মিস ফাতেমা, ও রুহানা ইসরাত। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা হলো- কামরুন নাহার পার্জু, রাবেয়া আক্তার ও উম্মে সিদ্দিকা। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হলো- মিথিলা রহমান মিম, তানজিলা আক্তার ও হীরা আক্তার। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা হলো- সুরাইয়া আক্তার সামিয়া, ফারজানা আক্তার ও মিতু সরকার। সর্বমোট ৩৯ জনকে মোট এক লক্ষ বিশ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা

মতলব উত্তরে শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হলেন বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত নেতা নূরু সিআইডি। চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌর সভার সামনে সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ৮ এপ্রিল।

“শহীদ জিয়া গোল্ডকাপ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” নামে আয়োজিত মেগা ফাইনালের প্রধান অতিথি হন বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা নুরুল হক সরকার (নুরু সিআইডি)। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালে ছেঙ্গারচর পৌরসভার মেয়র নির্বাচনে অংশগ্রহন করায় তাকে বহিষ্কার করা হয়।

দল থেকে আজীবন বহিষ্কৃত এই নেতাকে শহীদ জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি করায় দলীয় নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং মামলা হামলার শিকার একাধিক নেতা-কর্মী বলেন, আজীবন বহিষ্কৃত নেতা যেখানে প্রধান অতিথি হয় সেখানে শহীদ জিয়ার নাম ব্যবহার করে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দলের ভাবমূর্তি নষ্ট করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় কর্মী বলেন, মেগা ফাইনালের ব্যানারে যে নামগুলো বিশেষ অতিথির সারিতে স্থান পেয়েছে তাদের কয়েকজন একসময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের ঘনিষ্ঠজন বলে স্বীকৃত। অতিথি তালিকার একাধিক ব্যক্তিকে আওয়ামী শাসনামলে কখনো সাবেক এমপি নুরুল আমিন রুহুল আবার কখনো আওয়ালীগের প্রভাবশালী মন্ত্রী মায়া চৌধুরীর মিছিলে সামনের সারিতে দেখা গেছে একাধিকবার।

শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিশেষ অতিথির সারিতে থাকা হাকিম মিজি, মুরাদ আফজাল প্রামানিক, আক্তার মুফতি, মাহফুজুর রহমান প্রামানিক, আসিফ আলি সিরাজীকে আওয়ামী শাসনামলে মিটিং-মিছিল সহ সাবেক দুই সংসদ সদস্যের সাথে প্রকাশ্যে দেখা গেছে। এরাই আবার শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে বিশিষ অতিথি হওয়ায় দলের অভ্যন্তরে সমালোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

মেগা ফাইনালে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নুরুল হক সরকারের ঠিক পাশের চেয়ারে বসতে দেখা যায় টুর্নামেন্টের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মান্নান লষ্করকে। মেগা ফাইনালের উদ্বোধনী বক্তব্যেও তাকে নুরুল হক সরকারের সাথে একত্রে দেখা যায়। জেলা বিএনপির এ সদস্য ছেঙ্গারচর পৌর বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি। ক্ষোভ প্রকাশ করে একাধিক পৌর ও উপজেলা বিএনপি’র নেতা কর্মী বলেন, মান্নান লষ্কর বিশেষ সুবিধা আদায়ের লক্ষে বহিষ্কৃত নেতাকে প্রধান অতিথি ও আওয়ামী দোসরদের বিশেষ অতিথি করেছেন।

তারা বলেন, এর ফলে শহীদ জিয়ার নাম ব্যবহার করে দলের সাথে অসদাচরণ করেছেন যার ফলে দলের ভাবমূর্তি জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য মান্নান লষ্করকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যা সেলিম ঘটনার তথ্য চিত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন।

হাজীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের মামলায় দুই আসামী কারাগারে

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
হাজীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের মামলায় দুই আসামী কারাগারে

হাজীগঞ্জে গেল বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামী শুক্কুর আলম শুভ (৪৫) ও সোহাগ আহম্মদ চমক (২৮) স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বুধবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতের বিচারক মো. আরিফুর রহমান এই নির্দেশ দেন।

আসামী শুক্কুর আলম শুভ হাজীগঞ্জ পৌর এলাকার কাসারী এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। অপর আসামী সোহাগ আহম্মদ চমক পৌর সভার ৩নম্বর ওয়ার্ড এলাকার আক্কাছ পাটওয়ারীর ছেলে। তিনি পৌর তরুন লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, গেল বছর ৪ আগস্ট দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজীগঞ্জ পূর্ব বাজারের মেসার্স মার্সেল (ইলেকট্রোল্যান্ড) নামক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। এর পরপরই তারা ভাঙচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর হামলা চালায়, এতে প্রায় ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৭১০ টাকার ক্ষতি করে বলে মালিক দাবী করেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে ২০ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৭৪ জন নামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি ছিল। ওই মামলায় শুক্কুর আলম ১ নম্বর ও সোহাগ আহম্মদ ৫নম্বর আসামী।

এ সব তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী মো. সেফায়েত হোসেন তালুকদার।

বাগাদীতে সম্পত্তি দখল করতে ৩০টি গাছ কেটে নিলো প্রতিপক্ষ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
বাগাদীতে সম্পত্তি দখল করতে ৩০টি গাছ কেটে নিলো প্রতিপক্ষ

পরিবেশ বান্ধব গাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা করলো প্রতিপক্ষের লোকজন। সম্পত্তি দখল করতে ৩০টি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ পশ্চিম সকদি গ্রামে।

ভুক্তভোগীদের অভিযোগ এতিমের জায়গা দখল করতে ৩০টি সুপারি গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন।

এই ঘটনার প্রতিবাদ করলে এলাকার মৃত করিম খানের ছেলে মহিন খান সম্পত্তির মালিককে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, পশ্চিম সকদি গ্রামের গফুর খান মারা যাওয়ার পর তার ১১ শতাংশ সম্পত্তি ছেলে ফরিদ খান টুটুল ও দুই মেয়ে আয়েশা আক্তার বেবি, সালমা আক্তার ঢাকার কাপড় ব্যবসায়ী শরীফ মুন্সির কাছে বিক্রি করে। সেই সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য মঈন খান ৩০ টি সুপারি গাছ কেটে ফেলে।

এই ঘটনার প্রতিবাদ করলে মঈন খান দলবল নিয়ে এতিম পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে।

এই বিষয়ে সম্পত্তির প্রকৃত মালিক গফুর খানের মেয়ে আয়েশা আক্তার বেবি জানায়, বাবা মারা যাবার পর মঈন খান আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। পরে ১৪ শতাংশ জায়গার মধ্যে ১১ শতাংশ জায়গা বিক্রি করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এলাকার সন্ত্রাসী বাহিনীদের ব্যবহার করে হামলা চালিয়ে এই জায়গার জবরদখল করার চেষ্টা করে সেই জায়গার ৩০ টি সুপারি গাছ কেটে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত মঈন খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

এই বিষয়ে অভিযুক্ত মঈন খানের সাথে যোগাযোগ করতে তার বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।