হাইমচর দক্ষিণ আলগী জামায়াতের সুধী সমাবেশ ও ইফতার মাহফিল
 
                                                                    
হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের চরভাংগা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চাঁদপুর সদর-হাইমচর নির্বাচনী আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।
উক্ত ইফতার মাহফিলে ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় ও ৩নং দক্ষিন আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা মোঃ আলী আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন, উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ আবু জাফর সাদিক, মাওলানা সাইফুর রহমান আশরাফী ও দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানসহ ইউনিয়ন-ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি বলেন, আজ ১৭ই রমাদান, ঐতিহাসিক বদর দিবস। বদর দিবস হলো ঈমান ও কুফরের মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী ঐতিহাসিক ঘটনা, যেখানে সত্য মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। বদর শুধু একটি যুদ্ধ নয়, বরং রবের প্রতি তাওয়াক্কুল, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর সাহায্যের এক মহিমান্বিত বিজয়, বদর আমাদের চেতনা।
কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সকল প্রকারের অপরাধ নির্মূল করা সম্ভব হবে। আগামী দিনে সকলকে কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহবান জানান।
 
                
 
                 
                                 
                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                             
                                             
                                             
                                             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মতামত লিখুন