আল আমিন একাডেমীর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


শিশু আছিয়া ও দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবোরধ করেছে চাঁদপুর আল আমিন একাডেমির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে আল আমিন একাডেমী হাই স্কুল থেকে সকল শিক্ষার্থী মিলে মিছিলে মিছিলে ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হয়।
শিক্ষার্থীদের প্লেকার্ডে জাগো জাগো, ছাত্র সমাজ জাগো, পোশাক নয়- মানসিকতা বদলাও, ধর্ষণকে রুখব সবাই নীরবতা আর নয়, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ইত্যাদি স্লোগান লিখা ছিল।
পরে তারা আল আমিন একাডেমী হাই স্কুল থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সড়ক অবরোধ করে রাখে। চাঁদপুর জেলা জজকোর্টের ভিতরে ঢুকে অবস্থান করেন এবং যে আইনজীবী দর্শকদের পক্ষে দাঁড়াবে তাদেরকে কঠোর হুঁশিয়ারি করেন এবং সতর্কবার্তা দিয়ে আসেন। প্রায় ঘন্টাখানেক স্লোগানে স্লোগানে পুরা জজ কোর্ট মুখরিত হয়ে পড়ে এবং বক্তারা বলেন, মাগুরার শিশু আছিয়া আর চাঁদপুরের কিশোরী রোজিনাকে নির্যাতনের আসামী শনাক্ত হয়েছে। তাদেরকে দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
আপনার মতামত লিখুন