খুঁজুন
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন, ১৪৩২

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২১ পূর্বাহ্ণ
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু। তিনি বলেন, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজাসহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে।

হামানকর্দি উবি’র প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাঞ্ছিতসহ নানান অভিযোগ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ
হামানকর্দি উবি’র প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাঞ্ছিতসহ নানান অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান খানের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত, শিক্ষার্থীদের লাঞ্ছিতসহ নানা ধরনের অভিযোগ উঠেছে। এছাড়াও ম্যানেজিং কমিটির বিষয়ে স্থানীয় অভিভাবক সদস্যদের সাথে কোন যোগাযোগ না করে নিজে মনমতো কমিটি করেন। বিদ্যালয়ের কোন শিক্ষক কর্মচারীদের সাথে তার ভালো সর্ম্পক নেই।

অভিযোগের সূত্রে জানা যায়, স্বেচ্ছাচারীতা ও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অনিয়মেরও অভিযোগ রয়েছে মাধ্যমিকের এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান আমাদের রেজিস্ট্রেশনের কথা বলে বিদ্যালয়ে এনে সারাদিন ক্লাশে বসিয়ে রেখেছেন, অথচ তিনি নিজেই বিদ্যালয়ে আসেন নি। এমনকি ওনার ইচ্ছেমতো সময়ে প্রতিদিন বিদ্যালয়ে আসেন। তিনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে বদনাম করেন যে, শিক্ষকরা নাকি ঠিকমতো পাঠদান করাতে পারেন না।

বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী আফরোজা আক্তার বলেন, আমরা ক্লাশ সিক্সে ছিলাম স্যার আমাদের কাছ থেকে আইডি কার্ড দেয়ার কথা বলে ২০০ টাকা করে নিয়েছে আর এখনোও বিদ্যালয়ের আইডি কার্ড দেননি। আমরা যদি খেলাধুলা করতে চাই, মিজানুর রহমান স্যার আমাদেরকে খেলাধুলা করতে বারন করেন। মেয়েদের নাকি খেলাধুলা ইসলাম জায়েজ নাই, খেলাধুলা করা ইসলামে হারাম। খেলাধুলা করার জন্য ক্রীড়া সামগ্রী চাইলে তিনি বলেন ক্রীড়া সামগ্রীর বাজেট নেই। আমাদেরকে নামাজ পড়তে বললেও অথচ বিদ্যালয়ে একটি নামাজের কক্ষ নেই। টিফিন করার ব্যবস্থা নেই। সবমিলিয়ে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় চলে আমাদের বিদ্যালয়টি।

অভিযোগ সূত্রে বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী খাদিজা আক্তার আরো জানা যায়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথা বলায় ক্লাসের মেধাবী শিক্ষার্থীকে সবার সামনে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লেখিয়েছে তিনি।

বিদ্যালয়ের ৮ম শ্রেনীর আরে শিক্ষার্থী রহিমা আক্তার জানান, বছরের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়নি, পুরস্কার বিতরণ তারিখ জানতে চাইলে প্রধান শিক্ষক আমাদের কে হুমকি ধুমকি দিয়ে রেজিষ্ট্রেশন বাতিলের হুমকি দেয়।

এছাড়াও বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মরিয়ম আক্তার অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও প্রধান শিক্ষকের কাছে একপ্রকার জিম্মি বলে ধারনা করা হচ্ছে। তিনি তার ক্ষমতা অব্যবহার করে সহকারী শিক্ষক মাহবুবুর রহমানকে শোকজ করে আবার সেই শোকজের লেটার তিনি চিরে পেলেন। তার এমন কর্মকান্ডে অতিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ থেকে মুক্তি পেতে প্রশাসনের সুর দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ রাসেল মিয়া ও সাইফুল ইসলাম বাবুল মৃর্ধারা বলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অনিয়ম, দূর্নীতির অভিযোগ পেয়েছি। তিনি বিশেষ করে ছাত্রীদের কে শারীরিক ও মানসিক টর্চারের অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অনিয়মেরও অভিযোগ রয়েছে। আমরা এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি কামনা ও পদত্যাগ দাবি করছি।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও যোগাযোগ সম্ভব হয়নি।

সয়াবিনে লিটারপ্রতি ৬ টাকা বেড়েছে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
সয়াবিনে লিটারপ্রতি ৬ টাকা বেড়েছে

বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৬ টাকা, পাম তেলের দাম বেড়েছে ১৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৩ টাকা।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্যসূচি ঘোষণা করে।

নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিন ১৭৪ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা, এবং পাম তেল ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই দাম বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সম্মতির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

তবে এর আগে গত আগস্টে ব্যবসায়ীরা প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। সে সময় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা কোনো সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেননি। এবার নতুন করে বৈঠকের মাধ্যমে তারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। একইসঙ্গে, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি।

আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এছাড়া শহীদ মিনারে অবস্থানসহ কর্মবিরতিও চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ ১ হাজার ৫০০ টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ সচিবালয়ের পর মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন।