ভারত থেকে ১০০ মে.টন সিদ্ধ চাল আমদানি
 
                                                                    
চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় ভারত থেকে আমদানি হয়েছে ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল। শেখ ট্রেডার্স নামের একটি আমদানিককারক প্রতিষ্ঠান এসব চাল আমদানি করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্থলবন্দরের ইয়ার্ডে চালগুলো আনলোড করা হয়েছে।
দুপুরে চাল আমদানির তথ্যটি এ প্রতিবেদককে নিশ্চিত করে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ মেট্রিক টন করে চারটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে। এ চালগুলো আমদানি করেছে শেখ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।
এর আগে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে চারটি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, আবারও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১০০ মেট্রিক টন ভারত থেকে সিদ্ধ চাল এসেছে। বন্দরে আসার পর এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এভাবে নিয়মিত চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী পণ্য আমদানি করা হলে তাহলে আমাদের দেশে ভোগ্যপণ্য জিনিসপত্রের দাম কমবে মনে করা হচ্ছে।
এর আগে চলতি সালের গত ১২ জানুয়ারি, ২০২৪ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর দুই দফায় স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে পৃথক ভাবে আতপ চাল আমদানি হয়েছে। বন্দরটিতে ৯৫ শতাংশ পাথর নির্ভর হলেও বর্তমানে চালসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের আহবায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে চাল আমদানি হচ্ছে। এ পোর্ট দিয়ে যাতে আরও কিছু আমদানি করা যায় সে বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবসায়ীদের সাথে কথা বলছি ও উদ্বুদ্ধ করছি।
 
                
 
                 
                                 
                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                             
                                             
                                             
                                             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মতামত লিখুন