খুঁজুন
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ, ১৪৩২

পারভেজ হত্যাকান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
পারভেজ হত্যাকান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

নিহত জাহিদুল ইসলাম পারভেজ/ ছবি- সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত হৃদয় মিয়াজি (২৩) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে পারভেজ হত্যায় তিনজনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। তারা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তবে তারা কেউ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, মামলার এজাহারেও তাদের নাম নেই।সোমবার এই তিনজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা এখন পুলিশি রিমান্ডে।

পুলিশ ও মামলার এজাহারের তথ্যমতে, পারভেজ প্রাইম এশিয়ার গলিতে সিঙ্গাড়া খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে দুজন ছাত্রী ছিলেন। ওই ছাত্রীদের দেখে পারভেজ ‘হাসাহাসি’ করেছেন বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়।
কিন্তু মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী হাজারীপাড়া এলাকার কিছু ছেলেকে ডেকে নিয়ে আসেন এবং পারভেজের ওপর হামলা চালান। এসময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে-পিঠে আঘাত করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের চাচাত ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনকে আসামি করে বনানী থানায় মামলা করেন। মামলার আসামিদের মধ্যে কয়েকজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থী। বাকিরা বহিরাগত।

মামলার আসামিরা হলেন- মেহরাজ ইসলাম (২০), আবুজর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

এদের মধ্যে এজাহারে সোবহান নিয়াজ তুষারের পরিচয় দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে। হৃদয় মিয়াজির পরিচয় দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একই ইউনিটের যুগ্ম সদস্য সচিব হিসেবে।

১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম ১৬টি ক্লাসের মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার নগর সম্পাদক মিজান মালিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন খান।

সপ্তাহে দুটি ক্লাস করে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ব্যাচে ১৬টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৮০ জন নবীন সংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহীরা অংশগ্রহণ করেন।

হাইমচরে তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শরীফ হোসেন
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
হাইমচরে তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল হাইমচর উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার আলগী বাজার আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠ হাইমচর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আয়োজনে এই পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং চাঁদপুর জেলা তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান লিটন।

হাইমচর উপজেলা তাঁতীদলের সভাপতি মোহাম্মদ হান্নান গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া পেদার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবদুল খালেক, প্রভাষক হারুনুর রশিদ গাজী, বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, চাঁদপুর জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান পাটোয়ারী, আরিফিন লিটন তালুকদার, মনির হোসেন প্রধানীয়া, আনোয়ার ছৈয়াল, সোলাইমান প্রধানিয়া, নারগিজ কবির, অলিউল্লাহ ছৈয়াল, মোঃ আসাদুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ বিশ্বাস সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি ও সাধারণ সভার পূর্বে অতিথিবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।

‘আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র’

আলোকিত চাঁদপুরে রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
‘আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন খোকন বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যম ছাড়া আমাদের মাঠজয় কাঙ্খিত রূপ পেত না।

শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলার চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, খেলাধুলার উন্নয়নে যে ভূমিকা রেখেছেন আরাফাত রহমান, তা আজও স্মরণীয়। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের টুর্নামেন্ট তার নামেই আয়োজন করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনে তার অবদানকে স্মরণ ও সম্মান জানাবার একটি অনন্য উদ্যোগ।

বিএনপির এই নেতা বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। এটি নিঃসন্দেহে আমাদের ক্রীড়া জগতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, একতা এবং চেতনার অনুশীলন।

আরাফাত রহমান কোকোর মতো ক্রীড়া সংগঠকের আদর্শে অনুপ্রাণিত হোক জানিয়ে তিনি বলেন, আজকের এই ফাইনাল ম্যাচ আপনাদের সবার জন্য মাইলফলক হয়ে উঠুক। অন্তহীন সংকল্প, অকুণ্ঠ উৎসাহ আর নিঃস্বার্থ খেলা দেখার মনোভাব নিয়ে মাঠের দিকে দৃষ্টিপাত করুন। আমি নিশ্চিত আজকের দিন ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক অমর স্মৃতি হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আ. মান্নান পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান পাটোয়ারী, বিএনপি নেতা মেশকাত হোসেন পাটোয়ারী, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন টুটুল, আতাহার হোসেন তানভীর, শারাফাত করিম শামীম প্রমুখ।

ফাইনাল খেলায় অষ্টগ্রাম একাদশ ও হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হয়।