খুঁজুন
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র, ১৪৩২

হাজীগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতার প্রতিবাদমূলক সংবাদ সম্মেলন

মো. ইউসুফ বেপারী
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
হাজীগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতার প্রতিবাদমূলক সংবাদ সম্মেলন

oplus_6291456

হাজীগঞ্জে যুবদল নেতা ও ছাত্রদল নেতার বিরুদ্ধে অসত্য ও ভুল তথ্যে সংবাদ প্রকাশ করার ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। গত ‎৪ সেপ্টেম্বর ঢাকা থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ‎হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসাইন, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল হাসান এর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। ‎

প্রকাশিত সংবাদকে “মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করে শুক্রবার হাজীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

‎ওই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে মিজানুর রহমান সেলিম বলেন, আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিপক্ষরা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। কোনো অবৈধ কাজের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।

‎সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ করা হয়েছে বলে দাবি করেছেন ফয়সাল হোসাইন ও সাইফুল হাসান। তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে সংবাদের অংশে তুলে ধরা হয়। মূলত রাজনৈতিক স্বার্থ হাসিলের স্বার্থে প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রোপাগান্ডা চালিয়েছে।অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে তারা দাবি করেন।

‎সাংবাদিকদের উদ্দেশ্য করে তারা আরো বলেন , প্রতিবেদনটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ করতে সংবাদপত্র এবং প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তারা প্রকাশিত সংবাদ অবিলম্বে প্রত্যাহার এবং সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করার আহ্বানও জানান।

‎হাজীগঞ্জে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্রমূলক প্রচারণা চালাচ্ছে। তৃতীয় একটি পক্ষ ভুল আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে।

হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম বলেন, বনফুলের জায়গা প্রকৃত মালিকের কাগজ পত্র দেখে জমি ক্রয় করেছি এতে কোন লুকোচুরি নেই। মূলত এ জায়গা যারা গত ১৭ বছর ধরে জবরদখল করেছে তাদের এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া দখল বাণিজ্যের বিষয়ে উক্ত পোর্টালে যে কথাগুলো এসেছে তাও ভিত্তিহীন। তারা এমনকি আমার মোটরসাইকেল চালানো নিয়েও সন্দেহের চোখে দেখেছে। আমি প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী। আমাকে নিয়ে একটি মহল রাজনৈতিক প্রতিহিংসায় লিপ্ত থেকে এমন ষড়যন্ত্র চালিয়ে আসছে। এর মূল কারন হচ্ছে আমি আগামী দিনে হাজীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচন করবো। এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে সংবাদ সম্মেলন শেষে বনফুল ক্লাবের জমির প্রকৃত মালিক শিরিন বেগম এমন সংবাদের মিথ্যা অপপ্রচার দাবি করে বলেন, গত ১৭ বছর ধরে আমার জায়গা দখলে ছিল। আমার কাগজপত্র খারিজ অবস্থায় মিজানুর রহমান সেলিমের কাছে জমি বিক্রি করেছি। বরং যারা আমার জায়গায় এতে বছর জবরদখল করে রেখেছে তারাই এখন এ মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে বলে পরিস্কার বুঝা যাচ্ছে।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যরা সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পুলিশের গুলিতে ১৪ জন নিহত হওয়ার পর অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে জেন জি আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডুর পর কারফিউ জারি করা হয়েছে রুপন্দেহি ও সুনসারি জেলাতেও।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বুটওয়াল ও ভৈরহাওয়া শহরে কারফিউ ঘোষণা করেছে রুপন্দেহি জেলা প্রশাসন। জেলা প্রশাসক টোকরাজ পাণ্ডে জানান, নির্ধারিত এলাকায় কোনো ধরনের সমাবেশ, র‌্যালি, বিক্ষোভ, সভা বা ধর্না সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

বুটওয়ালে কারফিউয়ের আওতায় রয়েছে—পূর্বে ধাগো কারখানা ব্রিজ থেকে পশ্চিমে বেলবস চৌক পর্যন্ত এবং উত্তরে চিডিয়াখোলা থেকে দক্ষিণে মঙ্গলপুর পর্যন্ত এলাকা। ভৈরহাওয়ায় এটি বিস্তৃত হয়েছে—পূর্বে রোহিনিখোলা ব্রিজ থেকে পশ্চিমে বেধারি ব্রিজ পর্যন্ত, উত্তরে বুদ্ধ চৌক থেকে দক্ষিণে মেউদিহাওয়া পর্যন্ত। এছাড়া বুটওয়াল–বেলহিয়া সড়কের দুই পাশে ১০০ মিটার এলাকা পর্যন্ত সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, সুনসারি জেলার ইতাহারিতেও কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক ধর্মেন্দ্র মিশ্র জানিয়েছেন, ইতাহারির প্রধান চত্বরে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

এর আগে, সোমবার বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে নেপালের পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন।

নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে।

কাঠমান্ডুতে জেন জি আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ার কারণে নতুন বাণেশ্বর, সিংহদরবার, নরায়ণহিটি ও সংলগ্ন সংবেদনশীল এলাকায় কারফিউ জারি করা হয়েছিল।

অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান

মিজান লিটন
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান

চাঁদপুর সদরে গৃহ নির্মাণ মঞ্জুরী প্রকল্পের আওতায় ৮০ টি অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই টিন ও আর্থিক সহায়তা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাজাহান খান।

এদিন গৃহ নির্মাণ মঞ্জুরী প্রকল্পের আওতায় ৮০ টি পরিবারের মাঝে মোট ১০৬ বান টিন এবং প্রতি বান টিনের সাথে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

শাহরাস্তিতে ৪ মাদককারবারি আটক

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
শাহরাস্তিতে ৪ মাদককারবারি আটক

শাহরাস্তি থানা পুলিশ পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আটককৃত মাদককারবারিরা হলো শিমুল মজুমদার (২৮), তাপস দাস (৩৫), শাহ পরান (২৯) ও জাহাঙ্গীর আলম (৪২)।

৬ ও ৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে এ মাদককারবারিদেরকে আটক করা হয়। রাগৈ গ্রামে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

জানা যায়, শিমুল মজুমদার (২৮), তাপস দাস (৩৫), শাহ পরান (২৯) এদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩১,২৪৪ টাকা উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর আলম (৪২) এর কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৬৫০ টাকা জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (এফআইআর নং-৬ এবং এফআইআর নং-৭) দায়ের করা হয়েছে।