খুঁজুন
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক, ১৪৩২

হাজীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যু দাবী পরিশোধ চেক হস্তান্তর

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
হাজীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যু দাবী পরিশোধ চেক হস্তান্তর

oppo_0

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের হাজীগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে একজন গ্রাহকের মৃত্যু দাবী পরিশোধ চেক হস্তান্তর ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাজীগঞ্জ মধ্য বাজারের একটি পার্টি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী (প্রয়াত) মোঃ ঈমান হোসেনের পরিবারের হাতে মৃত্যু দাবী পরিশোধের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স হাজীগঞ্জ শাখার ইউনিট ম্যানেজার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র ইউনিট ম্যানেজার জনাব মোঃ গোলাম সরোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন ফারুক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনালি লাইফ ইন্সুইরেন্সের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আকতার হোসেন আকাশ। বিশেষ বক্তা ছিলেন সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ কামরুল হাসান (সায়েম)। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে চিফ ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ডাঃ মোঃ সারোয়ার হোসেন।

এসময় স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত গ্রাহকের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

নভেম্বরে গণভোট-পিআরসহ ৫ দাবিতে ইসলামি দলগুলোর নতুন কর্মসূচি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
নভেম্বরে গণভোট-পিআরসহ ৫ দাবিতে ইসলামি দলগুলোর নতুন কর্মসূচি

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামি দলগুলো। দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচন প্রভৃতি।

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের।

নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে। ২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ইসলামি দলগুলো।

আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান খেলাফত মজলিসের এই নেতা।

লিখিত বক্তব্যে আহমেদ আবদুল কাদের বলেন, এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি-সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানান শ্রেণিপেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কর্মসূচি দিয়েছি।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

১.জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন।
২.আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/ উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪.ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫.স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলন নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম প্রমুখ।

জামায়াতের ‘পিআর আন্দোলন’ সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
জামায়াতের ‘পিআর আন্দোলন’ সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ইংরেজি ভাষার পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ দাবি করেন, পিআর আন্দোলনের নামে জামায়াত একটি কৌশলগত ষড়যন্ত্র চালিয়েছে। তিনি বলেন, এই আন্দোলনের মাধ্যমে মূলত ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করা হয়েছে এবং রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন-সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে।

নাহিদ লেখেন, ‘ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা। আমরা এমন একটি গণআন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম যা জাতীয় ঐকমত্যের মাধ্যমে সংবিধানের কাঠামোগত পরিবর্তন আনবে।’

তবে তার অভিযোগ, জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ‘ছিনতাই’ করে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে ‘পিআর ইস্যু’ ব্যবহার করেছে। তাদের লক্ষ্য ছিল না কোনো বাস্তব সংস্কার, বরং ‘কৌশলী প্রতারণা’।

তিনি আরও বলেন, ‘জামায়াত কখনোই গঠনমূলক আলোচনায় অংশ নেয়নি—না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কোনো সাংবিধানিক প্রস্তাব বা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করেনি।’

নাহিদের দাবি, জামায়াতের হঠাৎ ‘সংস্কারের’ পক্ষে অবস্থান গ্রহণ কোনো আদর্শগত রূপান্তর নয়, বরং এটা ছিল রাজনৈতিক অনুপ্রবেশ এবং সংস্কারের ছদ্মবেশে নাশকতা চালানোর একটি প্রয়াস।

তিনি বলেন, ‘আজ বাংলাদেশের জনগণ এ প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। জনগণ এখন জেগে উঠেছে এবং আর কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারীর দ্বারা প্রতারিত হবে না।’

আগামী ৩ দিন নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ: বিমান উপদেষ্টা

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
আগামী ৩ দিন নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ: বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ৩ দিন নন-শিডিউল ফ্লাইটগুলোর সব ধরনের খরচ মওকুফ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় এ ছাড় দেওয়া হয়।

উপদেষ্টা বলেন, গতকাল (শনিবার) বেলা সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ৮টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টার মধ্যে বিমানবন্দর চালু করা, আমরা তা করতে পেরেছি।

তিনি বলেন, বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। ধ্বংসের আর্থিক ক্ষতি ও ক্ষতিগ্রস্ত পণ্যের ওজন নির্ধারণের পাশাপাশি খাতভিত্তিক বিশ্লেষণের কাজও করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণে প্রায় ২১টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছিল জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী তিন দিন যেসব নন-শিডিউল ফ্লাইট আসবে, তাদের সব খরচ আমরা মওকুফ করেছি। যাত্রীদের খাবার, থাকা ও সেবার দায়িত্বও আমরা নিয়েছি। তবে একসঙ্গে অনেক ইস্যু সামলাতে হচ্ছে, ফলে কিছু ব্যত্যয় ঘটতে পারে।