চাঁদপুর বড়স্টেশন মুলহেডে অবৈধ স্থাপনা উচ্ছেদ


চাঁদপুর জেলা প্রশাসনের নির্ধারিত একমাত্র পর্যটন এলাকা শহরের বড় স্টেশন মোলহেড থেকে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
ববিবার (৪ মে) বিকেলে জেলা প্রশাসক মহসিন উদ্দিনের নির্দেশে চাঁদপুর পৌরসভার সহযোগিতা নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ নেতৃত্বে ২ শতাধিক ভাসমান দোকান ও অবৈধস্থাপনা উচ্ছেদ করেন। এ সময় উচ্ছেদকৃত মালামাল পৌরসভার গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে এলাকার শত শত মানুষ এসে ভিড় জমায়।
এছাড়া রেলের জায়গায় অবৈধভাবে দীর্ঘদিন যাবত গড়ে তোলা বিভিন্ন খেলনার গুলোও সরিয়ে দেয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ জানান, চাঁদপুরের এই স্থানটি পর্যটন এলাকা ঘোষণা করা হয়েছে। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। অথচ এর প্রবেশমুখে ও ভিতরে ভাসমান অবৈধ দোকান বসিয়ে সৌন্দর্য বিনষ্ট করেছে।
চাঁদপুর শহরের তিন নদীর মোহনা পর্যটনের জন্য সম্ভাবনাময় স্থান। এখানে যে যার মতো করে রেলওেয়ের জায়গা দখল করে নিয়েছে। তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হলে নানা ছলছুতো তৈরি করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হয়। এটি কোনো অবস্থায় চলতে দেওয়া ঠিক হবে না।
অভিযান চলাকালে রেলওয়ের চাঁদপুর স্টেশন মাস্টার মারুফ হোসেন,পৌরসভার পনরধান প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার সহ রেল নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ উচ্ছেদ অভিযানে অংশগ্রহন করেন।
আপনার মতামত লিখুন