জাটকা রক্ষায় সফল চাঁদপুর আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি


সরকার ঘোষিত জাটকা রক্ষা অভিযান শুরু হয়েছে ১ মার্চ এবং ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এই অভিযানে এখন পর্যন্ত সফল ভাবে এগিয়ে চলছে আলুর বাজার নৌ পুলিশ, যার নেতৃত্ব দিচ্ছেন ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক নিঃ মোঃ দেলোয়ার হোসেন।
এরই মধ্যে তিনি ৯০,৭,৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৮ টি নৌকা, ১৩০৮ কেজি জাটকা ইলিশ, ৬টি নিয়মিত মামলা, ১৩ জন আসামী গ্রেফতার, ৩ টি অবৈধ ড্রেজার জব্দ সহ অসাধু জেলে, জাল ও নৌকা আটক করেছেন যা শুরু হওয়া জাটকা রক্ষা অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য বলে জানা গেছে।
এ ব্যাপারে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, আমরা আমাদের নৌ সিমানায় একটি জাটকাও নিধন করতে দেব না এবং কোন অসাধু জেলে যেন নদীতে নামতে না পারে সেদিকে নজর রাখছি। দেশের সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন