সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন রাজনৈতিক ইসু যেন না আসে: জেলা প্রশাসক


চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রবিবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, আমি আপনাদের সবাইকে যেকোনো বিষয়ে সিকিউট রাখতে চাই, আর আমি চাচ্ছি এ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় নিয়ে কোন রাজনৈতিক ইসু যেন না আসে, রাজনীতির সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোন সম্পৃক্ততা নেই। এ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিসয় নিয়ে কোন ছাত্ররা সিদ্দান্ত নেবে না, সিদ্দান্ত নেবে সুধু শিক্ষকরা।
জেলা প্রশাসক বলেন, বৈশাখী উৎসবকে কেন্দ্র করে আমি চাই কোন একটা ঘুড়ি উৎসব হোক, এই ঘুড়ি উৎসবে অনেকেই অংশগ্রহণ করবেন, আর এ ঘুড়ি উৎসব বাস্তবায়ন করার জন্য কোন একটা রাজনৈতিক দল দায়িত্ব নেওয়ার আহ্বান করেন, আমি আপনাদের কাছে আলোচনা রাখলাম। প্রত্যেকটা দায়িত্ব আপনাদেরকে দিতে চাই, আমি আশাবাদী আপনারা প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা পদক্ষেপ দায়িত্বশীলতার সাথে পালন করবেন।
মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমি চাই বৈশাখের আমেজ পুরো শহরে ছরিয়ে দিতে, পুরনো দিনের স্মৃতিগুলো মানুষের চোখের সামনে তুলে ধড়ার আহ্বান করেন এবং এই উৎসবকে কেন্দ্র করে চাঁদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। আমি নিখাদ মানুষদেকে আনন্দ দিতে চাই, আর এই সমস্ত বিষয় নিয়ে ভালো অরগানেক হচ্ছে যারা বিএনসিসি করেন, যারা স্কাউটস দায়িত্বশীল। আর শোভা যাত্রা হলো নানান মানুষের নানান রঙে সাজানো, পুরোনো দিনের কৃতি কালচারের রঙে সাজানো একটা উৎসব। এটা আমার প্রোগ্রাম মনে করবেন না, এটা আপনাদের প্রোগ্রাম মনে করে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আর এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, ইউএনও শাখাওয়াত জামিল সৈকত, চাদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এ কে এম আঃ মান্নান, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, শিক্ষক ও রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা সহ আরো অনেকেই।
আপনার মতামত লিখুন