জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের ইফতার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে ইফতার মাহফিল আয়োজিত হয়।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইকরামুল সিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শওকত জামিল সৈকত, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন সরকার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের সভপতি জহিরুল ইসলাম মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্নবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রনব কুমার দে।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে যে চাঁদপুরের এতজন ছাত্রছাত্রী রয়েছে, সেটা আজকের এই অনুষ্ঠানে না আসলে হয়তো জানতে পারতাম না। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। এতে করে একই জেলার শিক্ষার্থীরা একটি প্লাটফর্মে থেকে তাদের শিক্ষা কার্যক্রমকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারবে।
তিনি আরো বলেন, চাঁদপুরে যারা মেধাবী গরীব ছেলে মেয়ে রয়েছে, যারা আর্থিক ভাবে দুর্বল থাকার কারনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেনা, তাদেরকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সহযোগিতা করতে হবে। এমন সব ভালো ভালো কাজের মাধ্যমে আপনাদের সংগঠনটি আরো অনেক দুর এগিয়ে যাবেন। আপনাদের এই সংগঠনটি আরো সুদীর্ঘ হোক, আরো মুজবুত হোক এমনটাই প্রত্যাশা করছি।
ইফতার মাহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন