চাঁদপুরের সিনিয়র আইনজীবী জামিল হায়দার বুলবুলের দাফন সম্পন্ন


চাঁদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার মরহুম আলহাজ্ব দেওয়ান আবুল খায়েরের একমাত্র ছেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চাঁদপুর রোটারি ক্লাব, পুরান বাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও বস্ত্র ব্যবসায়ী (পুরান বাজার ট্রাঙ্কপট্টি গ্রিন টেক্সটাইলের মালিক) রোটারিয়ান আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুল আর বেঁচে নেই।
তিনি রোববার সকাল দশটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, জামাতা, বোন- ভগ্নিপতিসহ অগণিত আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিন মাগরিব বাদ পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণীপেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী শরিক হন।
জানাযার নামাজ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুম জামিল হায়দার বুলবুলের বড় ভগ্নিপতি সাবেক সিনিয়র সচিব মো. হাবিব উল্লাহ মজুমদার, ছোট ভগ্নিপতি ডক্টর আব্দুল মান্নান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম মেহেদী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. মোঃ শাহাজান মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন