শাহরাস্তিতে মৃত গরুর মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা


চাঁদপুরের শাহরাস্তিতে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে মোঃ হেলাল উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেয়া হয়।
উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারের ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠে। স্থানীয়দের ওই অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই সময় তাকে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় মৃত গরুর মাংসগুলো মাটি চাপা দেয়া হয়।
হেলাল উদ্দিন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র । ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুর রহমান, শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এস আই) মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় ফোর্স।
আপনার মতামত লিখুন