ফরিদগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মো.বারাকাত উল্লাহ
প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ । ৫:৫৮ অপরাহ্ণ

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

নিসচা’র উপজেলা শাখার সভাপতি আবু ছালেহ মো; বারাকাত উল্লাহ নেৃতত্বে র‌্যালিটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, ইউপি চেয়ারম্যান ও নিসচা’র সহসভাপতি শাহ আলম শেখ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, নিসচা’র সাধারণ নারায়ন রবিদাস, মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা, সদস্য আব্দুল কাদির প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন