এসির তার চুরির সময় জনতা কর্তৃক চোর আটক

মিজান লিটন
প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ১১:১৩ অপরাহ্ণ

চাঁদপুর পৌর পার্কের সামনে থেকে এসির তার চুরির সময় নেশাগ্রস্ত এক যুবককে আটক করেছে জনতা। বুধবার দুপুরের সময় এই ঘটনা ঘটে। পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজী সঙ্গীও ফোর্স নিয়ে তাকে আটক করে নিয়ে আসে। আটক ওই যুবকের নাম মোবারক গাজী। সে পৌর ৫ নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকার।

এসময় উপস্থিত জনতা জানায়, পৌর পার্কের পাশেই একটি পরিত্যক্ত ভবন রয়েছে। এই ভবনেই তাদের মূল আড্ডা। এখানে বসে তারা প্রায় সময়ই নেশা করে এবং সময় সুযোগ বুঝে বিভিন্ন কিছু চুরি করে।আজকে সে ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এসির তার চুরি করে নিয়ে যাচ্ছিলো। এমন সময় আমরা তাকে আটক করেছি। এর আগে পরিত্যক্ত ভবনে বসে সে নেশা করে।

এসময় আটক মোবারক পুলিশের সাথেও অনেক উশৃঙ্খলা আচরণ করে এবং পুলিশ ও স্থানীয় লোকদের দেখে নেবে বলে হুমকি দেয়।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন