
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় এ এস এম বদরুদ্দোজা (দুলাল) পাটোয়ারীকে আহ্বায়ক এবং মোঃ গোলাম জিলানী তালুকদারকে সদস্য সচীব করে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগরের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৮ অক্টোবর এ কমিটি অনুমোদন দেয় হয়।
আহবায়ক এ এম এস বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী বলেন, বিগত ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই মারা যান, ওনি মারা যাওয়ার পর থেকে ওই পদটি শূন্য হয়ে যায়। দীর্ঘ প্রায় ৫ বছর পর অত্র ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন উপজেলা বিএনপি।
এ এস এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী আরো জানান, তিনি অত্র ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া যুবদলের আহবায়ক ও সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন। এরপর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দীর্ঘসময় দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ দিন কমিটির বাহিরে থেকেও সভাপতির অনুপস্থিতিতে ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সকল দায় দায়িত্ব সক্রিয় ভাবে পালন করে আসছেন। দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ থাকার কারণে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপিকে আরো শক্তিশালী করতে সংগঠনকে আরো গতিশীল করতে গত ৮ অক্টোবর তাকে আহবায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা দেয়া হয়। খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে তাকে আহবায়ক এবং জিলানী তালুকদারকে সদস্য সচীব করে কমিটি ঘোষনা অনুমোদন দেয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।