সাহিত্যে নোবেল ২০২৫ পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ৬:৪০ অপরাহ্ণ

গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির জন্য ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই। তিনি একাধারে ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি এবারের সাহিত্য পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটি জানায়, তার গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির জন্য লাসলো ক্রাসনাহোরকাই এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় মহাকাব্যিক লেখক-ঐতিহ্যের ধারক। তার লেখায় আছে এক ধরনের ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর, যা তার সাহিত্যকে করেছে অনন্য।

২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন