শাহরাস্তিতে মাদকমুক্ত, বাল্যবিবাহ রোধ ও শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৭:৪১ অপরাহ্ণ

শাহরাস্তিতে ইউ.এস. যুব সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদকমুক্ত, বাল্যবিবাহ রোধ ও শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দোয়াভাঙ্গা খাদ্যগুদাম সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীরা আগামীর নতুন বাংলাদেশ গড়বে। তাই তাদের যত্ন নেওয়া সকলের দায়িত্ব। কারণ শিক্ষার্থীদের জানার আগ্রহ থাকে সবসময়। আর এই সকল শিক্ষার্থী জানতে গিয়ে যদি ভুল কিছু শিখে ফেলে তাহলে সে সমাজ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের প্রত্যেকটি শিশুকে ভালোকে ভালো, আর মন্দকে মন্দ বলা শিখাতে হবে। তাহলে সে মাদক, সন্ত্রাস আর বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখতে পারবে। আর এভাবেই তারা সুশিক্ষিত নাগরিক হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উঁচু অবস্থানে রাখবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াপাড়া সুন্দরবন ষ্টিল কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন, শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন শিকদার।

অনুষ্ঠানে ইউ.এস. যুব সংগঠনের সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন ইউ.এস. যুব সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম বাদল।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন