নিম্নচাপের প্রভাবে সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি, থাকবে কত দিন?

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ৭:৪৪ অপরাহ্ণ

সকাল থেকেই মেঘলা রাজধানী ঢাকার আকাশ। ভোর থেকেই গুমোট মেঘে ঢেকে যায় শহর। আলো ফুটতেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। শুধু ঢাকা নয়, সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশেই চলছে একই আবহাওয়া।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটির কারণে আগামী ৩ থেকে ৪ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এদিকে ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

যেসব জেলা ঝড়ের ঝুঁকিতে রয়েছে— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন কম দেখা গেলেও, যান চলাচল সীমিত থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন