
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন মন্দিরে জরুরী প্রয়োজন ও নিরাপত্তা জনিত কারণে মোবাইল নাম্বার সম্বলিত ফেস্টুন প্রদান করা হয়। ফেস্টুনে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ম্যাপ চাঁদপুর শাখার সদস্যদের ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ এবং প্রশাসনের মোবাইল নাম্বার দেওয়া হয়।
ফেস্টুন প্রদানের সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি (ম্যাপ) এর চাঁদপুরের সভাপতি চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ম্যাপ সদস্য ও চাঁদপুর জেলা গণআধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ম্যাপ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার সমন্বয়কারী সদস্য সাইফুর রহমান, ম্যাপ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর সদর উপজেলা প্রধান সমন্বয়ক তামিম খান সহ প্রমুখ।