চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বালুচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে এটি মতলব উত্তর থানয় সুরক্ষিত স্থানে রাখা হয়েছে।
আগামীকাল রোববার গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবে সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট।
এলাকাবাসী জানায়, নদীর পাড়ে থেকে এক শিশু গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পায়। সে এটি নিয়ে খেলাধুলা করে। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে মতলব উত্তর থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। গ্রেনেডটি অনেক পুরোনো।
সেনাবাহিনীর চাঁদপুরের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে সেনা সদস্য পাঠানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আগামীকাল গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবে সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৪৫ অপরাহ্ণ