শাহরাস্তিতে পরিচয়হীন পাগলীর মৃত সন্তান প্রসব: পরিচয় শনাক্তের চেষ্টা

সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৪৩ অপরাহ্ণ

শাহরাস্তিতে পরিচয়হীন পাগলী মৃত সন্তান প্রসব করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের নালিয়াপাড়া পুটিয়া গ্রামের সিএনজি চালক আব্দুর রশিদের (৬৩) বাড়িতে প্রসব বেদনা নিয়ে আশ্রয় নেন ওই তরুণী। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত শিশু প্রসব করেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তরুণী ও নবজাতককে দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে শিশুটির ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়। পরবর্তীতে আঞ্জুমান মফিদুল ইসলামকে কবরস্থ করার জন্য বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হওয়ায় তরুণী নিজের নাম-পরিচয় কিছুই বলতে সক্ষম নন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শুধু ‘আসকারা’ শব্দটি উচ্চারণ করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে অজ্ঞাত ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত শিশুর ঘটনায় থানায় ইউডি মামলা (নম্বর: ০৪/২৯, তারিখ: ২৩.০৯.২৫) রুজু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন