জুলাই মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়কের সাথে চাঁদপুর জেলা কাঠামোর শুভেচ্ছা বিনিময়

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:২৪ অপরাহ্ণ

জুলাই মঞ্চের কেন্দ্রীয় আহবায়ক আরিফ তালুকদার চাঁদপুরে আগমন উপলক্ষে চাঁদপুর জেলা জুলাই মঞ্চ কাঠামোর নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করেন। ২৫ সেপ্টেম্বর বুধবার রাত ৮ টায় শহরের মিশন রোড এলাকায় আলোকিত চাঁদপুর কার্যালয়ে কেন্দ্রীয় জুলাই মঞ্চের আহবায়ক আরিফ তালুকদারকে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা শেষে এক মতবিনিময় সভায় জেলার জুলাই মঞ্চের আহবায়ক সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে ও মুখপাত্র সাইফুদ্দিন হিসামের পরিচালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জুলাই মঞ্চের কেন্দ্রীয় আহবায়ক আরিফ তালুকদার, চাঁদপুর জেলা কাঠামোর অন্যতম সদস্য তামিম খান, সাইফুর রহমান গাজী, পৌর কাঠামোর আহবায়ক তুহিন আহমেদ মাইনু, জেলা কাঠামোর দপ্তর ও নিবন্ধন ব্যবস্থাপক মো. জাহিদ হাসান, আহতদের প্রতিনিধি শাহপরান, মামলা বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি মো. কামরুল ইসলাম, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করন প্রতিনিধি সৈয়দ সাকিবুল ইসলাম, ফ্যাসিবাদী আমলাদের চিহ্নিতকরণ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অরাফ গাজী, তাহফিম রহমান, নারী নেত্রী -নুপুর, আবরার ফাহিম, আফছার আহমেদ জিহাদুল ইসলাম, আরিয়ান আহমেদ সায়েম, নাহিদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন