হাজীগঞ্জে দারুল কুরআন আন্তর্জাতিক হিফয মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো. ইউসুফ বেপারী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জে দারুল কুরআন আন্তর্জাতিক হিফয মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ মডেল টাউনে অবস্থিত মাদ্রাসার হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বময় পরিচিত হাফেজ মাওলানা কারী জুবায়ের আহমাদ তাশরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ আহমদ আনসারী ও হাফেজ মাওলানা আহসান উল্লাহ সৌরভ।

প্রধান অতিথি তার সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।

অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ সকল শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ওই সময় অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক সহ মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন