
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা মো. জুনায়েদ উল্যাহ খান স্বাক্ষরিত সংগঠনের ফেইডে মো. মাহাবুব আলমকে আহ্বায়ক ও মো. শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলো সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তোহা, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মিজি, বিল্লাল হোসেন পাটওয়ারী, মো. রাশেদুল ইসলাম, জাহিদুল ইসলাম সুজন, সম্মানিত সদস্য জহিরুল ইসলাম জহির, আরিফ হোসেন মোল্লা, মো. ইমরান হোসেন, মো. আল আমিন, খোরশেদ আলম, মো. আরিফ মুন্সি, মো. নূরুল্লাহ রুবেল, মো. হোসেন খলিফা, মো. মোশারফ হোসেন, মো. মাহবুব শেখ, শিমুল চন্দ্র দাস, মো. সুমন গাজী, মো. শাহাজান সর্দার, মো. বাবুল গাজী।
তাৎক্ষনিক এক বিবৃতিতে নবগঠিত আহ্বায়ক মো. মাহাবুব আলম ও সদস্য সচিব মো. শাহাদাত হোসেন কমিটির সবার পক্ষ থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা মো. জুনায়েদ উল্যাহ খান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
তারা জানান, এছাড়াও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রাজনৈতিক অভিভাবক, হৃদয়ের অন্তস্থল ও অহংকার জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের প্রতি। আমরা আমাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ ও সমর্থক ভাইদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের পক্ষে কাজ করার আহ্বান জানাই।