সন্তানের আকিকায় ব্যতিক্রম আয়োজন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ । ৬:৫৭ অপরাহ্ণ

সন্তানের আকিকা উপলক্ষে ভিন্নধর্মী ও ব্যতিক্রম আয়োজন করলেন সৌদির মক্বা প্রবাসী হাজী হোটেল ব্যবসায়ী সোহরাব রাজা। সন্তান হওয়ার খুশির আনন্দে নিজ পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তিনি চাঁদপুর শহরতলীর গুনরাজদী ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকার আল-আমিন এতিমখানা ও মাদরাসার শতাধিক শিক্ষার্থীদের জন্য কাচ্ছি ভোজের আয়োজন করেন।

শুক্রবার বাদ জুম্মা আল-আমিন এতিমখানা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের পর এ ভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আলী আশরাফ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস প্রধান মোঃ নজরুল ইসলাম, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী ও কোষাধ্যক্ষ মোঃ সফিউল্লাহ মিয়াসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশটি হয়ে ওঠে আনন্দঘন ও হৃদয়স্পর্শী।

প্রবাসী সোহরাব রাজা জানান, বিয়ের পর দীর্ঘ পাঁচ বছর তার কোনো সন্তান হয়নি। এ সময়ে তিনি মক্কা শরীফের কাবাঘরে দাঁড়িয়ে চোখের পানিতে আল্লাহর কাছে সন্তান কামনা করেন। অবশেষে মহান আল্লাহ তার সেই প্রার্থনা কবুল করেন। বর্তমানে তার ঘর আলোকিত হয়েছে একমাত্র পুত্রসন্তান মোহাম্মদ নাহিয়ান রাজা-র আগমনে।

তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার এই সন্তান। আকিকার আনন্দ আমি চেয়েছি এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করতে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন একজন সৎ, দ্বীনদার ও দেশপ্রেমিক মানুষ হয়ে বেড়ে ওঠে।

স্থানীয়রা জানান, সোহরাব রাজার এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ান, তবে সমাজে মানবিকতার দৃষ্টান্ত আরও প্রসারিত হবে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন