চাঁদপুরে ড্রিমপাথ গ্লোবাল-এর উচ্চ শিক্ষার অপরিহার্যতা বিষয়ক সেমিনার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ । ৮:১৬ অপরাহ্ণ

“জাতির টেকসই অগ্রগতী এবং প্রবৃদ্ধিতে গবেষনা ভিত্তিক উচ্চ শিক্ষার অপরিহার্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ রেডচিলি কনভেনশন সেন্টারে ড্রিমপাথ গ্লোবাল-এর আয়োজনে গবেষনামূলক উচ্চ শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন ড্রিমপাথ গ্লোবাল-এর সিইও এহছানুল হক খান শুভ।

তিনি সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে উচ্চ শিক্ষার যথেষ্ট সুযোগ রয়েছে একথা যেমন সত্য, একইভাবে গবেষনামূলক শিক্ষায় সুযোগ ততটাই কম। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিক্স এর তথ্য মতে, বাংলাদেশে এই মুহুর্তে পিএইচডি ডিগ্রিধারী গবেষক এর সংখ্য ৫১,৭০৪ জন। যা কিনা পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় ১০ ভাগের এক ভাগও নয়। এর একটি বড় কারণ হতে পারে গবষণামূলক শিক্ষায় পর্যাপ্ত অবকাঠামো এবং আর্থিক অনুদানের অভাব। এছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থাকে চাকুরী মুখী সিলেবাস এর গন্ডিতে বেঁধে ফেলা এর একটি বড় কারণ।

তিনি আরো বলেন, সাধারন শিক্ষা হয়তো আমাদের চাকুরীর সুযোগ করে জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে কিন্তু জাতির টেকসই অগ্রগতী এবং প্রবৃদ্ধিতে গবেষনা মূলক শিক্ষার কোন ব্যতিক্রম নেই।

আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, মানব সম্পদের প্রাচুর্যতা এবং শ্রমমুখী জীবিকা ধারনের মতো সক্ষমতা থাকা সত্ত্বেও, তৃতীয় বিশ্বের স্বল্পোন্নত রাষ্ট্রের কাতারে পড়ে আছে, শুধু এই গুনগুলো কে বাস্তবে ব্যবহার উপযোগী করতে না পারার কারনে। যদি গবেষনালব্ধ শিক্ষা ব্যবস্থা থাকে এবং অনেক গবেষক তৈরী করা যায় তাহলেই শুধুমাত্র আমাদের দেশ তার সকল গুনাবলী বাস্তবে ব্যবহার করে দেশকে একটি সমৃদ্ধশীল এবং আদর্শ রাষ্ট্রে পরিনত করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন ড্রিমপাথ গ্লোবাল চাঁদপুর শাখার হায়ার স্ট্যাডি প্রমোশন অফিসার মোঃ মাহফুজ আহমেদ, সিনিয়র প্রশিক্ষক ডিজিটাল পোস্ট ই-সেন্টার ৩৬০১ আল আমিনসহ অন্যান্যরা।

উল্লেখ্য যে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের গবেষালব্ধ উচ্চ শিক্ষায় আনুষাঙ্গিক সকল বিষয়ে সহযোগিতার জন্য নিরলস ভাবে বিগত ১০ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে ড্রিমপাথ গ্লোবাল নামের এই প্রতিষ্ঠানটি।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন