হাজীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যু দাবী পরিশোধ চেক হস্তান্তর

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ৭:৫৮ অপরাহ্ণ

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের হাজীগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে একজন গ্রাহকের মৃত্যু দাবী পরিশোধ চেক হস্তান্তর ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাজীগঞ্জ মধ্য বাজারের একটি পার্টি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী (প্রয়াত) মোঃ ঈমান হোসেনের পরিবারের হাতে মৃত্যু দাবী পরিশোধের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স হাজীগঞ্জ শাখার ইউনিট ম্যানেজার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র ইউনিট ম্যানেজার জনাব মোঃ গোলাম সরোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন ফারুক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনালি লাইফ ইন্সুইরেন্সের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আকতার হোসেন আকাশ। বিশেষ বক্তা ছিলেন সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ কামরুল হাসান (সায়েম)। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে চিফ ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ডাঃ মোঃ সারোয়ার হোসেন।

এসময় স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত গ্রাহকের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন