শাহরাস্তি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র প্রাইভেট হাসপাতালে সুধীজনদের সাথে মতবিনিময়

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ১১:৪০ অপরাহ্ণ

শাহরাস্তি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা বিষয়ক সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের চেয়ারম্যান ফয়েজ আহমেদ মিলনের সভাপতিত্বে ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান নোমানের সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তফা কামাল, উপজেলা যুবদল আহবায়ক মো: আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ফয়েজ আহমেদ সৌরভ, তোফায়েল আহমেদ তফু, রাজিয়া সুলতানা পিংকি, ও মো: হানিফ মিয়াজী প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা হাসপাতালের কার্যক্রম গতিশীল, সেবার মান বৃদ্ধি, সেবাপ্রার্থীদের সেবার গুনগত মান বৃদ্ধি সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। পরে অতিথিবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন