
সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সংগঠনের সদস্যরা বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যায়।
পরে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন সংগঠনের সদস্যরা। বৃক্ষ বিতরণ কর্মসূচির আওতার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো:- পূর্ব ভাওয়াল গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স, মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মূলপাড়া উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাট ও হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা।
ওই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হোসেন পাটোয়ারী, সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহ-দফতর সম্পাদক ইয়াসিন বরকান্দাজ, প্রচার সম্পাদক মো. রনি, সদস্য সাখাওয়াত হোসেন, শরিফ হোসেন ও রাজু মির্জা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।