শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫ । ৯:৫২ অপরাহ্ণ

শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহার পশ্চিম মৃধা বাড়িতে পানিতে ডুবে শামীম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই এলাকার মো. সফিকুল ইসলামের ছেলে। রবিবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটি তার বাবার সঙ্গে পারিবারিক পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পিতা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে শিশু শামীম পাকা ঘাটলার পাশে খেলা করতে করতে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে তার বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে পুকুরের ঘাটলার ভেতর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন