চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামুলক আলোচনা সভা

শ্যামল সরকার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ । ৭:৩৩ অপরাহ্ণ

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে ১৭ জুলাই দুপুরে শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতামুলক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে সকল দ্রব্য গ্রহণের ফলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার নেতিবাচক অবনতি ঘটায় এবং এই দ্রব্যের উপর নির্ভরশীল হয়ে পর্যায়ক্রমে তা বৃদ্ধি পায় তাকেই মাদক দ্রব্য বলে। আর যে ব্যক্তি এর উপর আসক্ত হয়ে পরে থাকে মাদকসেবী বলা হয়। আমাদের দেশের তরুণ প্রজন্মের সিংহভাগই সর্বনাশা মাদকের কবলের শিকার। যার প্রভাব শুধু মাদকসেবী নয়, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রা ব্যহত এবং বিভিন্ন অপরাধ সৃষ্টির প্রধান কারন।

এ সময় তিনি আরও বলেন, এই মরণ নেশা মাদকের কবলে কেবল তরুণরা নয়, তরুণীরাদেরও মাদকাসক্তি গ্রাস করে ফেলেছে। যার ফলে বর্তমান সময়ে যুবকের মাদকাসক্তির কারণে সমাজে বিভিন্ন অপরাধ চুরি, ডাকাতি, ছিনতাই, নির্যাতন, পারিবারিক অশান্তি ও খুন খারাপিও ঘটে চলেছে। যা পারিবারিক, সামাজিক ও আইন শৃঙ্খলা অবনতির প্রধান কারণ উল্লেখ করাটাই স্বাভাবিক হয়ে ওঠে।

তিনি বলেন, দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। এরাই আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে।তাই যা সেবন করলে সাময়িক প্রশান্তি ও নিজেকে অনেক বেশি সুখী মনে হয় কিন্তু বেশিদিন সেবন করলে তার শরীর মন এবং সমাজের জন্য হ্যাপি বয়ে আনবে সেসব থেকে শিক্ষার্থী তথা যুবসমাজকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ফেসবুকের মত ভয়ংকর মাদকে আসক্ত না হয়ে সাংসারিক এবং সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে উজ্জ্বল ভবিষ্যৎ করা সম্ভব।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জাতীয় সংবাদিক সংস্থা চাঁদপুর জেলার সহযোগিতায় অনুষ্ঠিতব্য উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমাজ মজুমদার।

বক্তারা মাদকের কুফল সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন