বাগাদী ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মিজান লিটন
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ৭:৫১ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন বিএনপির সদস্য ফ্রম সংগ্রহ ও নবায়ন প্রসঙ্গে সকল পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাগাদী ইউনিয়ন পরিষদের সম্মুখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম।

তিনি বলেন, আমাকে এই ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়েছে দলকে সু-সংগঠিত করার জন্য। দলের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে এই ইউনিয়ন থেকে মাদক, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী সহ সকল অপকর্মের প্রতিহত করবো।

এ সময় তিনি আরো বলেন, আপনাদের ইউনিয়নের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দলের স্বার্থে কোন ভেদাভেদ রাখা যাবেনা। আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোন কুৎসায় কান দিবেন না। আপনাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে হবে। তাই এই ইউনিয়ন বিএনপির সকলকে সদস্য ফ্রম পুরন করতে হবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য বরকত উল্লাহ, আমির হোসেন খান, সাবেক সদস্য জাকির খান, ইউঃ বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়াজী, সাধারণ সম্পাদক মমিন গাজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজ, ইউঃ শ্রমিক দলের সভাপতি সুমন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনাছ হাওলাদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন ভুট্টু, মুনসুর সহ মোশাররফ হোসেন মাল, বাহাদুর বেপারী, হাজী দেলোয়ার হোসেন, মোবারক হোসেন, দাদন পাঠান সহ অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন