সড়কে নির্মাণ কাজ করতে গিয়ে কচুয়ায় বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

কচুয়া প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ৭:৩২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ সড়কের পাশে গাইড ওয়াল নির্মাণ কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে দুলাল হোসেন খান (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ওই সড়কের ডুমুরিয়া দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন চাঁদপুর সদর বাগাদি ইউনিয়নের ঘাসিপুর গ্রামের মৃত শাহ জাহান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কচুয়া উপজেলার ডুমুরিয়া দীঘিরপাড় কচুয়া টু হাজীগঞ্জ সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎ এর সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শকে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।

স্থানীয়রা জানান, সড়ক নির্মাণ কাজে বৈদ্যুতিক তার ব্যবহার করায় শ্রমিক দুলাল মিয়া পানির মটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শকে পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়।

কচুয়া থানার অফিসার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, উভয় পক্ষের মাঝে সমাঝোতায় শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন