
হাজীগঞ্জে যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাজীগঞ্জ বাজার এলাকায় তল্লাশি চালিয়ে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাদক দ্রব্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর জেলায় গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
চলমান এই মাদকবিরোধী অভিযানকে স্থানীয় জনগণ ইতিবাচকভাবে দেখছে। প্রশাসনের কঠোর অবস্থানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসছে বলে অনেকেই মনে করছেন।