৪৪ তম বিসিএসের ফলাফল প্রকাশিত হয়েছে গত ৩০ জুন সোমবার রাতে। এবার বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০ টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৭১০ জনের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০ টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।
পুলিশ ক্যাডার (এএসপি) পদে ১১তম স্থান দখল করে সফলতা অর্জন করেছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামের মৃত সফি মোঃ শফিকুল ইসলাম ও রাহিমা খাতুনের ছেলে রিয়াজ উদ্দিন। সে ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, রিয়াজ উদ্দিনের বড় ভাই হুমায়ুন কবির জানান, আমরা ৪ ভাই ও দুই বোন। রিয়াজ উদ্দিন সবার ছোট। আমার বাবা চট্টগ্রামে বন্দরের কর্মকর্তা ছিলেন। সে হিসেবে রিয়াজ সেখানেই বাল্যকাল কাটিয়েছেন। সেখান থেকে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মিসিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে। বর্তমানে চট্টগ্রাম বিএসটিআইতে কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
রিয়াজ উদ্দিনের সাফল্যর কারন জানতে চাইলে সে বলেন, বাবা মা চেয়েছিলেন যে আমি একদিন বড় পুলিশ অফিসার হবো। আমি তাদের কথা রাখতে পেরেছি। কিন্তু আজ আমার বাবা নেই। বাবা থাকলে অনেক খুশি হতো। আমার মা আমার সফলতায় অনেক খুশি হয়েছে। বাবা-মার প্রত্যাশা পূরণে সক্ষম হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমার প্রত্যাশা, কর্মজীবনে যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পাড়ি সেজন্য সকলের দোয়া কামনা করছি।

আলআমীন পারভেজ
প্রকাশের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫ । ৬:৫১ অপরাহ্ণ