
ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্য নবায়ন অনুষ্ঠানে পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগদান করেছে। শুক্রবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের প্রতিটি ওর্য়াড থেকে নেতাকর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন।
বিএনপি’র সদস্য নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে ইমাম হোসেন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ বিএনপি’র কর্ণধার এম এ হান্নান এর নেতৃত্বে ফরিদগঞ্জ পৌর এলাকার সর্বত্র যুবদলের কর্মীরা দলের জন্য কাজ করছেন। যার ফল অবশ্যই আগামীতে পৌর নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে এন ফল পাবে।