বিশেষ ব্যবস্থায় নেওয়া হলো করোনা আক্রান্ত শিক্ষার্থীর পরীক্ষা

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ । ৭:৩৭ অপরাহ্ণ

বিশেষ ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার চান্দিনায় করোনা আক্রান্ত এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টায় চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কেন্দ্রের নিচতলায় তিনি বাংলা প্রথমপত্র পরীক্ষা দেন।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও আশরাফুল হক জানান, স্বাস্থ্যবিধি মেনে চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কেন্দ্রের নিচতলায় তাকে আলাদা একটি রুমে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। যথারীতি সেখানে পরীক্ষার খাতা ও উত্তরপত্র সরবরাহ করা হয়। পরিদর্শক হিসেবে সেখানে একজন শিক্ষক দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত ওই পরীক্ষার্থীকে সবার পরে কেন্দ্রে প্রবেশ করিয়েছি এবং সবার পরে কেন্দ্র থেকে বের করেছি।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রের ভেতরে এবং বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কঠোর অবস্থানে থাকবেন।

শিক্ষাবোর্ড সূত্রমতে, এবছর কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার এক লাখ ২৭ হাজার ১৯০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন। ফলে এবারের পরীক্ষার্থী এক লাখ এক হাজার ৭৫০ জন। সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা একযোগে সারাদেশে শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন