
চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা’র নির্দেশনায় সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং কাগজপত্র বিহীন হাইড্রোলিক গাড়ি চালানোর অপরাধে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারার অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিনটি মামলায় ৫ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
উক্ত মোবাইল কোটে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।