
চাঁদপুরের ফরিদগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যরালাইসিস, থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহযোগিতা বাবাদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৫ মে) ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী পরিচালক বিল্লাল হোসেন মজুমদার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুদ্দিন, চাঁদপুর শিশু কল্যাণ পরিবারের সহকারি পরিচালক রুহুল আমিন বাসার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। আলোচনা শেষে ২৬জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।