হাজীগঞ্জে সোয়া লাখ টাকা জরিমানা করে দুই ডায়াগনস্টিক সীলগালা

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫ । ৮:১৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে লাইসেন্স নবায়ন না থাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার কারনে একটি ডায়াগনস্টিক সেন্টার ও তিনটি হাসপাতালকে ১লাখ ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, লাইসেন্স নবায়ন না থাকায় সূর্যের আলো ক্লিনিক ও ফাতেহা ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। একই সাথে ফাতেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মা ও জেনারেল হাসপাতালে কাগজপত্র নবায়ন না থাকায় ৫ হাজার টাকা, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার কারনে শাহজালাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে ৩০ হাজার টাকা, পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা সহ মোট ১১৫ হাজার জরিমানা করা হয়েছে।

ওই সময় সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্বাস্থ্য সেবা প্রদান ও লাইসেন্স নবায়ন করার জন্য সচেতন করেন তিনি।

অভিযানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহমেদ তানভীর হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন মজুমদার সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন