
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) চাঁদপুর শহরের মুনিরা ভবনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্র ঘোষিত ১৩ সদস্যের সাবজেক্ট কমিটির ব্যবস্থাপনায় গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন বাবরসহ জেলার সিনিয়র আইনজীবীরা।
গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন সভাপতি পদে অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম হোসেন।
নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ভোট পেয়ে সংগঠনের দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।
সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রতিদ্বন্দ্বীতা করেন। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন অ্যাড. জসিম মেহেদী।
সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. শামীম হোসেন।
নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সিনিয়র নেতৃবৃন্দ। নির্বাচিত তিনজন অচিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে তাঁরা আশা করেন।
উল্লেখ্য, চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন উপলক্ষে বুধবার (৯ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মোহাম্মদ কামাল হোসেন। সভাশেষে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন নতুন জেলা কমিটি করার জন্যে।