
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পাশে ছুটে যান চাঁদপুর জেলা জামাতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকান্ড বা এ জাতীয় কাজগুলি আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এটি একটি দুর্যোগ। যারা স্বল্প আয়ের ক্ষুদ্র ব্যবসায়ী তাদের হয়তো জীবন জীবিকার জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান ছিলো একমাত্র সম্বল। এটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখন অনেকেরই হয়তো বিকল্প পথ নেই। তাদের পথে বসার উপক্রম হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব সরকারি বেসরকারি যেখান থেকেই হোক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার। আল্লাহ তা’আলার কাছে খাস দোয়া করছি এই ভাইরা যেন ক্ষতি পুষিয়ে উঠে আবার দাঁড়াতে পারে। আল্লাহ তাদের সহায় হোক। এছাড়াও তিনি সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের পাশে দাড়ানোর অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির অধ্যাপক আফসার উদ্দিন মিয়াজী, ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ কবির হোসাইন খান, ইউনিয়ন জামাতের সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন, ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাম্মদ এনামুল কবির, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুব সভাপতি মোঃ কাউসার হোসাইন, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনির হুসাইন, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইমরান পাটওয়ারী, ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ আকরাম হোসাইন, ইউনিয়নের এবং বিভিন্ন ওয়ার্ডের আরো অনেক নেতৃবৃন্দ।