চাঁদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বকনা বাছুর বিতরণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ । ৬:৪৫ অপরাহ্ণ

চাঁদপুরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৪৮টি পরিবারের মাঝে ক্রসবীড বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বকনা বাছুর বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষক মোঃ তানভীর হোসেন, ফিল্ড ফেসিলেটর অমিত ত্রিপুরা সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগীরা।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, এই প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৩৯ টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। ইতোপূর্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারদের মাঝে ১৫টি ক্রসবীড বকনা বাছুর, ৪৮টি পরিবারকে ২০টি করে হাঁস ও ১০টি পরিবারকে ২টি করে ভেড়া বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন