গাঁজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুর সরকারী মহিলা কলেজ ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সরকারী মহিলা কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় চাঁদপুর সরকারী মহিলা কলেজ ছাত্রদল নেত্রী মাহমুদা আক্তার, সাদিয়া আক্তার, খাদিজা আক্তার, জুলেখা, নাসিমা আক্তারসহ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বক্তারা বলেন, ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন। আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি। এছাড়া বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য সকল জনগণকে বয়কটের অনুরোধ জানানো হয়।

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ । ৫:০০ অপরাহ্ণ