চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। দুপুরের বড়স্টেশন কয়লাঘাট এলাকায় গোসলে নেমে নিরব কাজী নামের (৯) তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ হয়। সে ওই এলাকার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে। শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল নিরব।
এদিকে নিখোঁজের পর ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের ডুবুরি দলসহ স্থানীয়রা শিক্ষার্থীর খোঁজে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। এ ঘটনায় নৌকার দুই মাঝি মো. নাজমুল (২০) ও মো. নয়ন (২৪) কে আটক করে চাঁদপুর নৌ পুলিশ।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানায়, দুপুরে কয়লাঘাট ডাকাতিয়া নদীতে নিরবসহ কয়েকজন গোসল করতে নামে। এ সময় তারা নদীর একপাশ থেকে অপরপাশে সাঁতার কেটে যাওয়ার সময় ইঞ্জিল চালিত নৌকার পাখার মধ্যে নিরব আঘাত পেয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নৌকাসহ দুই মাঝিকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মনিরুজ্জামান বাবলু
প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ । ১০:১২ অপরাহ্ণ