মায়ের সাথে মার্কেটে গিয়ে ঈদের জন্য নতুন পোষাক কেনা হলো না ৬ বছরের শিশু আফরোজার। রোববার বিকেলে কাজী নজরুল ইসলাম সড়কের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মায়ের সাথে রাস্তা পারাপার হওয়ার সময় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় শিশুটির মৃত্যু হয়।
শিশু আফরোজা শহরের পুরাণবাজার এলাকার পূর্ব শ্রীরামদী ঢালী বাড়ির প্রবাসী আবুল বাশারের ছোট মেয়ে। তারা আল-আমিন স্কুল এন্ড কলেজের কাছে ভাড়া বাসায় থাকে।
স্বজনরা জানান, আল-আমিন স্কুল এন্ড কলেজের কাছে ভাড়া বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে মায়ের সাথে বের হয় আফরোজা। জেলা পরিষদের ডাকবাংলোর সামনে রাস্তা পারপার হওয়ার সময় নিয়ন্ত্রণহীন রিক্সা আফরোজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে রিক্সাচালক নিয়ন্ত্রণ করতে গেলে রিক্সাটি উল্টে শিশুটির গায়ে পড়ে। এ সময় শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান শোভন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে লাশের সুরাহতাল রিপোর্ট করেন চাঁদপুর সদর মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) স্বপন কুমার।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, লাশের সুরাহতাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাহবুব অলিউল্লাহ
প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ৯:২৬ অপরাহ্ণ