একুশ আমাদের গর্বের ইতিহাস। একুশকে তাই বার বার শ্রদ্ধার সাথে পালন করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হলো সপ্তাহ ব্যাপি বই মেলা। বই মেলা সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছিলেন ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
স্থানীয় অংশীজনদের মধ্যে বই মেলা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ।
সপ্তাহ ব্যাপি এই মেলায় ছিলো নানা আয়োজন। নবীন, প্রবীন লেখকদের বইয়ের সমারোহে মেলা ছিলো উৎসবমুখর। প্রতিদিনই ফরিদগঞ্জ লেখক ফোরামের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো।

তারেক রহমান তারু
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:০০ অপরাহ্ণ