মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মতলব উত্তর ও দক্ষিণ আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ আব্দুল মোবিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলাম একমাত্র প্রতিষ্ঠান যারা সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ তৈরি করে। ইসলামের শিক্ষা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের আমীর এইচ.এম. রবিউল আলম ও ইউনিয়ন জামায়াতের আমীর মো. নেছার উদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সহ-আমীর কাজী হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ মনির হোসেন সজীব।

মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ৬:৪৯ অপরাহ্ণ